• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বলতে পারি নার্গিসকে বাঁচাতে পারলাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ অক্টোবর ২০১৬, ১৪:৪৬

৯৬ ঘণ্টা পর বলতে পারি, আমরা নার্গিসকে বাঁচাতে পারলাম। তার বাঁচার সম্ভাবনা বেড়েছে। বললেন, স্কয়ার হাসপাতালের সহযোগী নিউরো সার্জন ডাক্তার এ এম রেজাউস সত্তার।

শনিবার দুপুর ১টায় নার্গিসের শারীরিক অবস্থা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নার্গিসের চিকিৎসক এ কথা বলেন।

রেজাউস সাত্তার বললেন, আমরা আশা করছি নার্গিস বেঁচে গেছে। সকালে ঘুমের ওষুধ বন্ধ করার পর সে চোখ খুলেছে। হালকা ব্যথা দেয়ার পর তার ডান হাত-পা নড়াচড়া করেছে। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নয়।

তিনি বললেন, নার্গিসের অবস্থা আরও একটু উন্নত হলে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হবে। অবশ্য শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে ২ থেকে ৩ সপ্তাহ পর। যদি আহত হবার ৪ ঘণ্টার মধ্যে নার্গিসকে আমাদের কাছে নিয়ে আসা হতো, তাহলে তার শারীরিক অবস্থা বর্তমান সময়ের থেকে আরও উন্নত করা যেত।