• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মহাসপ্তমীতে দেবীর আরাধনায় ভক্তরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ অক্টোবর ২০১৬, ১৪:০৭

মহাসপ্তমীতে শনিবার দেবী আরাধনায় মত্ত ভক্তরা। প্রতিটি পূজামণ্ডপে দুর্গতিনাশিনী দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ, অধিবাস, পূজা-অর্চনা ও অঞ্জলি অনুষ্ঠিত হয়।

দেশের হাজার হাজার পূজামণ্ডপ এখন উৎসবে মাতোয়ারা। বাহারি পোশাক আর সাজে উৎসব-আনন্দে মেতে উঠেছে শিশু-কিশোর-তরুণ-তরুণীরা। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ আলোকসজ্জায় রঙিন হয়ে ওঠেছে।

আলোকসজ্জায় এবার আনা হয়েছে ভিন্নতা। এছাড়া মন্দিরে মন্দিরে চলে উলুধ্বনি, শঙ্খ, কাঁসা ও ঢাকের বাদ্য। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি নানা ধর্ম-বর্ণের মানুষ পূজা দেখতে আসছেন।

দুর্গোৎসবের আজ মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে অর্থাৎ ষোলটি উপাদানে দেবীর পূজা হবে। সকালে ত্রি-নয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। এছাড়াও রয়েছে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা।

সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে ভক্তিমূলক সঙ্গীত, রামায়ণ পালা, আরতিসহ নানা অনুষ্ঠান হবে।

রোববার মহাষ্টমী। পাঁচ দিনের শারদ উৎসব শেষ হবে ১১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে।

শুক্রবার ষষ্ঠী পুজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তির বার্তা নিয়ে দেবী দুর্গা এরই মধ্যে স্বর্গ থেকে মর্ত্যলোকে এসেছেন।

কে/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh