কেরানীগঞ্জে নয় বকশীবাজারে বসছে বিডিআর মামলার কোর্ট
![কেরানীগঞ্জে নয় বকশীবাজারে বসছে বিডিআর মামলার কোর্ট](https://www.rtvonline.com/assets/news_photos/2025/01/09/image-307891-1736374211.jpg)
প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কেরানীগঞ্জ কারাগারের আস্থায়ী আদালতে বিডিআর মামলার বিচারকার্য পরিচালিত হবে না। তবে বকশীবাজার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনের অস্থায়ী আদালত মামলা পরিচালিত হবে।
বুধবার (৮ জানুয়ারি) রাতে আইন মন্ত্রণালয়ের পিআরও’র মাধ্যমে এ তথ্য জানানো হয়। এদিকে, তিন দফা দাবিতে রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবার।
এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালযয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকার পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিচারকার্য পরিচালনা করার জন্য ঢাকা মহানগরের বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদরাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে।
তবে গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় উক্ত অস্থায়ী আদালত ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে উক্ত অস্থায়ী আদালত ভবনে বিচারকার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে আসামিদের নিয়ে যাওয়া-আসা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হচ্ছে। আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে বিধায় উক্ত কারাগারে নির্মিত অস্থায়ী আদালতে বিচারকার্য পরিচালনা করা গেলে আসামিদের আনা-নেয়ার অসুবিধা দূর হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।
এদিকে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গভীর রাতেও খোঁজ নিয়ে জানা যায়, তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবার।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- পিলখানা হত্যাকাণ্ডে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা।
আরটিভি/কেএইচ
মন্তব্য করুন
ব্যাটারিচালিত রিকশায় আসছে নতুন প্রযুক্তি
![ব্যাটারিচালিত রিকশায় আসছে নতুন প্রযুক্তি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/21/image-305399-1734767845.jpg)
ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেনের ভাড়া ও সময়সূচি
![ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেনের ভাড়া ও সময়সূচি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/21/image-305445-1734779949.jpg)
আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে: ফ্যাক্ট চেক যা বলছে
![আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে: ফ্যাক্ট চেক যা বলছে](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/24/image-305907-1735054940.jpg)
আগুনের সূত্রপাত কোথা থেকে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
![আগুনের সূত্রপাত কোথা থেকে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/26/image-306054-1735188663.jpg)
সচিবালয়ে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ জানা গেল
![সচিবালয়ে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ জানা গেল](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/26/image-306057-1735189459.jpg)
সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ মরদেহ, চাঞ্চল্যের সৃষ্টি
![সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ মরদেহ, চাঞ্চল্যের সৃষ্টি](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/26/image-306097-1735205176.jpg)
টোল প্লাজায় দুর্ঘটনা / বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন: র্যাব
![বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন: র্যাব](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/28/image-306338-1735389266.jpg)