• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

সাপ্তাহিক ছুটির দিনেও হওয়া যাবে ভোটার

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২৫, ২২:৩৫
নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালগানাদ কার্যক্রম আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। দেশব্যাপী এ কার্যক্রম ৩ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ দিবসের ছুটি ছাড়া সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনেও নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।

রোববার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে একযোগে সব উপজেলা বা থানার তথ্য সংগ্রহ না করে যখন যে উপজেলায় নিবন্ধন কার্যক্রম শুরু হবে তার পূর্বে সেসব উপজেলা/থানার তথ্য সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে, সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারকে স্থানীয়ভাবে উপজেলা/থানা ভিত্তিক তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি নির্ধারণপূর্বক অঞ্চলভিত্তিক একত্রীকরণ করে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন সহায়তা-২ শাখায়, জনসংযোগ শাখায় অধিশাখায় ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে দিতে হবে। এছাড়া বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ ও সাপ্তাহিক ছুটির দিনে নিবন্ধন ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।

একযোগে সব জেলায় (প্রতিটি জেলার ১-৬টি করে উপজেলা/থানা) টিম সংখ্যা অনুযায়ী একসঙ্গে ১-৭টি টিমে বায়োমেট্রিকসহ নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে হবে। তবে জেলা নির্বাচন অফিসার/আঞ্চলিক নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে তার আওতাধীন উপজেলা/থানা নির্বাচন অফিসারদের সঙ্গে পরামর্শ করে কোন উপজেলা/থানার নিবন্ধন শেষ করে কোন উপজেলা/থানা কার্যক্রম শুরু করবেন, টিম ও অপারেটর সংখ্যার ওপর ভিত্তি করে তার একটি পূর্ণাঙ্গ এবং বাস্তবিক সিডিউল প্রস্তুত করতে হবে।

এরপর আঞ্চলিক নির্বাচন অফিসারের মাধ্যমে তা নির্বাচন কমিশন সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে অবহিত করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। দেশব্যাপী কোনো ধাপ বা পর্যায় না রেখে জেলাভিত্তিক টিম ও অপারেটর সংখ্যা অনুযায়ী উপজেলা/থানাসমূহকে বিভিন্ন পর্যায়ে ভাগ করতে হবে।

আরটিভি/এফএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ ১৬ নির্দেশনা
বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে চায় ইউএনডিপি
ভোটার তালিকা হালনাগাদে কর্মকর্তাদের কঠোর নির্দেশ ইসি আনোয়ারুলের
আলমডাঙ্গায় নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’