• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জানুয়ারি ২০১৮, ১৬:৪৩

ঢাকা মহানগর এলাকায় সব ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি।

জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।

তিনি আরো বলেন, কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তবে তিনি ঢাকা মহানগরের বাইরে ফানুস ওড়ানো বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ডিএমপি কমিশনার জানান, কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছেন।

এসব ফানুসে কেরোসিন দ্বারা প্রজ্জ্বলিত বাতি থাকায় এগুলো অনির্বাপিত অবস্থায় জনবহুল মহানগরীর বিভিন্ন জায়গায় পতিত হচ্ছে।

এতে অগ্নিকাণ্ডসহ নানাবিধ নিরাপত্তাজনিত হুমকির সৃষ্টি হচ্ছে। মহানগরীতে ফানুস উড়ানো অব্যাহত রাখলে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

পৌষ সংক্রান্তির ঠিক আগে পুলিশের পক্ষ থেকে এমন একটি ঘোষণা দেয়া হলো।

আগামী ১৪ জানুয়ারি পালিত হবে পৌষ সংক্রান্তি। এ উৎসবে পুরানো ঢাকার বাসিন্দারা আয়োজন করে ঘুড়ি উৎসবের।

এ উৎসবে ঘুড়ির পাশাপাশি ফানুস বেশ জনপ্রিয়। ঐতিহ্য লালনের জায়গা থেকেই ফানুস ওড়ানো হয়ে থাকে।

এসজে/কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএমপির আর্থিক অনুদান পেলেন ২১৭ পুলিশ সদস্য
ডিএমপির ২ কর্মকর্তাকে বদলি
রাজধানীতে ২ দিনে ৫৬২ প্রতিষ্ঠানে অভিযান
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮
X
Fresh