• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ

আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২৪, ২২:২১
ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ
ছবি: আরটিভি

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনটির তিন প্রতিনিধি শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোনে ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে ভাঙচুর ও হামলা, ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন এবং আজমির শরিফের নিচে শিব মন্দির রয়েছে বলে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদ করা হয়।

এর আগে, এদিন বিকেলে ইনকিলাব মঞ্চের ব্যানারে শতাধিক ব্যক্তি বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে গুলশান ২ নম্বর গোলচত্বর থেকে ভারতীয় হাইকমিশন কার্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করে।

প্রতিবাদকারীরা পুলিশের ব্যারিকেডের কাছে আসলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ইনকিলাব মঞ্চের নেতাদের সঙ্গে আলোচনা করে স্মারকলিপিসহ তিন জন প্রতিনিধিকে গাড়িতে তুলে ভারতীয় হাইকমিশন কার্যালয়ে নিয়ে যান।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান নোয়াখালীবাসীর
সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতের কাছে গভীর উদ্বেগ প্রকাশ 
ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
মনমোহনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা