• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ছয় কর্মকর্তাকে বদলি করল ঢাকা ওয়াসা

আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২৪, ২১:৫৭
ছয় কর্মকর্তাকে বদলি করল ঢাকা ওয়াসা
ফাইল ছবি

নিজেদের ৬ জন কর্মকর্তাকে বর্তমান দপ্তর থেকে অন্য দপ্তরে বদলি করেছে ঢাকা ওয়াসা। প্রতিষ্ঠানটির সচিব মশিউর রহমান খান এক অফিস আদেশ জারি করে এই ছয় কর্মকর্তাকে বদলির আদেশ দেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সংক্রান্ত অফিস আদেশে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান উল্লেখ করেন, ছয় কর্মকর্তা আগামী ৮ ডিসেম্বরের মধ্যে বদলিকৃত দপ্তরে যোগদান করবেন। অন্যথায় কর্মকর্তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

ঢাকা ওয়াসা সূ‌ত্রে জানা গেছে, বদলি হওয়া ছয় কর্মকর্তাদের মধ্যে কমন সার্ভিস বিভাগের উপসচিব আলমগীর হোসেনকে প্রশাসন বিভাগ-১ এ বদলি করা হয়েছে। প্রশাসন বিভাগ-১ এর উপসচিব শাহিদা কানিজকে প্রশাসন বিভাগ-২ এ, নিরাপত্তা ও গোয়েন্দা শাখার উপসচিব এস এম রিয়াদ হোসেনকে উপপ্রধান প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।

এ ছাড়া প্রশিক্ষণ কেন্দ্রের উপসচিব শহিদুল ইসলামকে কমন সার্ভিস বিভাগে, প্রশাসন বিভাগ-২ এর উপসচিব নুরুজ্জামান মিয়াজী শ্রম ও কল্যাণ বিভাগে এবং শ্রম ও কল্যাণ বিভাগের উপ সচিব শেখ এনায়েত আব্দুল্লাহকে উপ প্রধান নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা হিসেবে নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি
গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ২
দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত
আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু