• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কড়া প্রতিবাদ বিজিবির

আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কড়া প্রতিবাদ বিজিবির
ফাইল ছবি

পঞ্চগড়ে সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সময় ভারতের অভ্যন্তরে শিংপাড়া নামক স্থানে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। উক্ত বাংলাদেশি নিহতের ঘটনায় বিএসএফের নিকট জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি প্রেরণ করেছে বিজিবি।

একইসঙ্গে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিহতের লাশ ফেরত এনে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিএসএফ সূত্রে জানা যায়, ভারতের অভ্যন্তরে কতিপয় ভারতীয় ও বাংলাদেশি চোরাকারবারী যোগসাজশ করে সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছে দেখতে পেয়ে চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে বিএসএফ সদস্যরা প্রথমে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে নিবৃত করার চেষ্টা করে। পরে তিনি থেকে চার রাউন্ড ফায়ার করে। এতে একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

বিএসএফ আরও জানায়, ঘটনাস্থলে চোরাকারবারিদের কাছ থেকে দুটি ভারতীয় গরু আটক করা হয়। এ সময় বিজিবির ঘাগড়া বিওপির টহলদলও ঘটনাস্থলের বিপরীতে মোমিনপাড়া সীমান্ত থেকে চোরাচালানের একটি গরু আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান দমন এবং সীমান্ত হত্যা বন্ধে বিজিবির টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে সীমান্তবর্তী জনসাধারণ, স্থানীয় ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিতভাবে মতবিনিময় সভা ও বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধূ, অতঃপর...
শিবগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক, কৃষকরা জমিতে কাজ করছেন: বিজিবি
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের হামলা, প্রতিবাদে নাগরিক কমিটির বিক্ষোভ
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিএসএফ: লে. কর্নেল কিবরিয়া