• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

রোগ প্রতিরোধনির্ভর না হয়ে চিকিৎসাকেন্দ্রিক হয়েছে স্বাস্থ্যসেবা

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ১৬:০১
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, রোগ প্রতিরোধ নির্ভর না হয়ে দেশের স্বাস্থ্যসেবা চিকিৎসা ব্যবস্থাকেন্দ্রীক হয়ে উঠেছে। রোগ যাতে না হয় সেজন্য যথাযথ প্রিভেন্টিভ ব্যবস্থা আমাদের নেওয়া উচিত। এজন্য আমাদের সবার মধ্যে সচেতনতা তৈরি করা একান্ত জরুরি।

শনিবার (৩০ নভেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস উপলক্ষে আয়োজিত সায়েন্টিফিক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কোভিডের চিকিৎসায় আমাদের কাউকে দেশের বাইরে যেতে হয়নি। সবাই দেশে চিকিৎসাটা পেয়েছে। আমি চাই আমাদের ডাক্তাররা যতভাবে সম্ভব যেকোনো বিষয়ে যাতে প্রশিক্ষণ নিতে পারে এবং সেই শিক্ষাটা যাতে দেশেই থাকে। সত্যিই খুব খুশি হব যদি ডাক্তারদের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করতে পারি।

আমার কাছে চল্লিশের উপরে ডাক্তারের তালিকা আছে যারা বিদেশে গিয়ে দেশে আর আসেননি এমন দাবি করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তাদেরকে একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও তারা দেশে আসেননি।

দেশে ডিমেনশিয়ার এবং মুভমেন্ট ডিসঅর্ডার নিয়েও আমাদের দেশ থেকেই গবেষণা হওয়া উচিত বলেও উল্লেখ করেন স্বাস্থ্য উপদেষ্টা।

এসময় উপস্থিত ছিলেন, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের আহ্বায়ক প্রফেসর ডাক্তার এমএ হান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. কাজী দীন মোহাম্মদ, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের সদস্য সচিব ডা. মোহাম্মদ নাজমুল হুদাসহ অনেকে।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শারীরিক দুর্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সেরা ৭ খাবার
এইডসের ঝুঁকিতে দৌলতদিয়া যৌনপল্লীর ৪ হাজার মানুষ
হৃদরোগে আক্রান্ত তপন চৌধুরী
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল