কর্মকর্তাদের সঙ্গে নতুন ইসির মতবিনিময়
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন কমিশন।
সোমবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা শুরু হয়।
এতে নতুন চার কমিশনার, কমিশন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
এর আগে প্রথম কর্মদিবসে দায়িত্ব পালনে যথা সময়ে নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
এরপর পর্যায়ক্রমে আসেন অপর চার কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিনা আহমেদ ও সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার।
সিইসির সঙ্গে দেখা করেন কমিশন সচিব শফিউল আজিম। এ সময় নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের শুভেচ্ছা জানান। শপথ গ্রহণের পর ইসির এটিই প্রথম মতবিনিময় সভা।
এর আগে গতকাল নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ শেষে বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে।
আরটিভি/এআর/এস
মন্তব্য করুন