রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশও গঠন হবে না: বদিউল আলম
রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশও গঠন হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি। মূলত, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন সংস্কার কমিশন। তারই অংশ হিসেবে আজ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসেছে সংস্কার কমিশন।
কমিশন প্রধান বলেন, আমরা ডায়ালগ করেছি, খোলামেলা কথা বলেছি। তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেননি কেউ। নির্বাচন কমিশনকে স্বাধীন হওয়ার কথা বলছেন সবাই। ভোটের বিষয়ে সবাই একমত। রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশও গঠন হবে না।
তিনি বলেন, নারীর জন্য সরাসরি আসন থাকতে হবে। নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে বদিউল আলম বলেন, রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হবে এমন কোনো কথা আমরা বলিনি। কেউ কেউ রিপোর্ট করেছেন এটা ঠিক হয়নি। আমরা বলেছি এগুলো নিয়ে প্রস্তাব এসেছে।
আরটিভি/এসএইচএম/এআর
মন্তব্য করুন