• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo

শেখ হাসিনা পালিয়েছে জানার পর যে অনুভূতি হয়েছিল, জানালেন ড. ইউনূস

আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৪২
ফাইল ছবি

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ওই সময়ের অনুভূতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংবাদমাধ্যমটি ড. ইউনূসের দেওয়া প্রায় আধা ঘণ্টার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে সাক্ষাৎকারগ্রহণকারী সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আপনার অনুভূতি কেমন হয়েছিল? তিনি অবাক হয়েছিলেন কিনা?

জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটি খুব দ্রুত ঘটেছিল বলে সবাই অবাক হয়েছিল। কেউ ভাবেনি শেখ হাসিনা পালিয়ে যাবেন। কারণ, তিনি খুবই সুরক্ষিত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে দেশের সব সাধারণ মানুষ যোগ দিয়েছে। পুরো দেশ থেকে বিশাল পরিমাণ মানুষ জড়ো হয়ে ঢাকার দিকে আসছিল। তার বাড়ির দিকে আসছিল। এ রকম বিষয় কেউ শোনেনি, এ পরিস্থিতির জন্য তারা প্রশিক্ষিত ছিল না। কেউ জানত না এটি হবে। তবে এমন কিছু হওয়ার আশা ছিল। কেননা, পুরো দেশ শেখ হাসিনার বিরুদ্ধে ছিল।’

‘না পুরো দেশ তার বিরুদ্ধে ছিল না। অনেক মানুষ তার পক্ষে আছে’, ড. ইউনূসকে থামিয়ে এ কথা বলেন প্রশ্নকারী।

জবাবে মুহাম্মদ ইউনূস বলেন, অবশ্যই পুরো দেশ শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। যারা তার পক্ষে ছিল তাদের সংখ্যা খুবই কম। তাদের অনেক ক্ষমতা ছিল। এভাবেই কিছু অল্প সংখ্যক মানুষকে নিয়ে তারা দেশ শাসন করেছে। আমি বোঝাচ্ছি পুরো দেশই তার বিরুদ্ধে ছিল।

আরটিভি/এসএপি-টি


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সর্বদলীয় বৈঠক শেষে যা বলল জামায়াত
ঐক্য নষ্টের আশঙ্কায় ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস
যা আছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় 
ঐক্যের মাঝে এ সরকারের জন্ম, একতাই শক্তি: ড. ইউনূস