• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঝিনাইদহে বন্দুকযুদ্ধে নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট

ঝিনাইদহ

  ০১ জুলাই ২০১৬, ১১:৪১

ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনা ঘটে শুক্রবার ভোরে।

নিহত দু’জন ঝিনাইদহ সদর উপজেলার বদনপুর গ্রামের শহীদ আল মাহমুদ (২৪) ও কুষ্টিয়ার আনিসুর রহমান (২৫)। তাদের মধ্যে শহীদ ঝিনাইদহ সিদ্দিকী আলিয়া মাদ্রাসা ও আনিসুর ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

‘বন্দুকযুদ্ধে’ পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমারসহ তিনজন আহত হয়েছেন বলেও পুলিশের দাবি। অন্য দু’জন কনস্টেবল রাব্বী হাসান, তরিকুল ইসলাম। আহত পুলিশ সদস্যরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারেরও দাবি পুলিশের।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমানের ভাষ্য, গোপন খবরের ভিত্তিতে তিনি জানতে পারেন- শুক্রবার রাত আড়াইটার দিকে নলডাঙা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের উত্তর মাঠ এলাকায় একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছিল। এ সময় সদর থানার টহল পুলিশ সেখানে টহল দিচ্ছিল।

টের পেয়ে দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। দু’পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট গুলি বিনিময় হয়।

পরে ঘটনাস্থল থেকে মাহমুদ ও আনিসুরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। বাকিরা পালিয়ে যায় বলে পুলিশের দাবি।

এমকে/ এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh