• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাবেক এমপি মুকুল কারাগারে

আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ১৫:৫৭
ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে নাহিদুল ইসলাম হত্যা মামলায় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর থানার সাব-ইন্সপেক্টর মো. আল আমিন তালুকদার।

এদিন আসামি পক্ষের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-২।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর গোলচত্বর এলাকায় শিক্ষার্থী নাহিদুল ইসলাম গুলিতে নিহত হন। এ ঘটনায় গত ২৭ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে নাহিদুল ইসলামের ভাই সবুজ একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মিরপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। গত ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানা মামলাটি এজহার হিসেবে গ্রহণ করেন।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই গণহত্যার মামলায় আমু-কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ
সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা তৌহিদুল কারাগারে
পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে
সাবেক এমপি সাফিয়া খাতুন কারাগারে