• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ২২:০৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ভাতিজা ও ভোলা-২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আলী আজম মুকুল ২০১৪ সালে ভোলা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে আন্দোলনে গুলি চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার 
গ্রেপ্তারের ভয়ে লাখ টাকা খোয়ালেন মডেল
আন্দোলনে হামলা, বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদ সভাপতি গ্রেপ্তার
দেশ রূপান্তরের সাংবাদিক আবুল হোসেন গ্রেপ্তার