• ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

এনজিওর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়া জরুরি: রিজওয়ানা হাসান

আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৩:১৩
এনজিওর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়া জরুরি: রিজওয়ানা হাসান
ফাইল ছবি

এনজিওর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়া জরুরি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীতে ব্র্যাক আয়োজিত বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্পের প্রথম অনুদান প্রদান অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, এনজিওর কাজের ক্ষেত্রে আমাদের সরকারি পর্যায়ে অনেক প্রতিবন্ধকতা আছে। এনজিওর কাজের ক্ষেত্রে রেজিস্ট্রেশন লাগে, কিন্তু লোকাল লেভেলে যারা কাজ করেন, তাদের যদি প্রমোট না করতে দেন তাহলে রেজিস্ট্রেশনের বেড়াজালে আটকে পড়বে এনজিওগুলো।

তিনি বলেন, এনজিওর ভেরিফিকেশন প্রসেস অনেক দীর্ঘ। এনজিওর নিবন্ধন প্রক্রিয়া সহজ হওয়া জরুরি। শুধু শুধু স্থানীয় এনজিওগুলোকে আষ্টেপৃষ্ঠে বাধা দিয়ে তো আসলে লাভ নেই।

যেসব এনজিও আছে, নিজেদের কাজের সুবিধার্থে তাদের ঐকমত্যে আসা জরুরি বলেও মন্তব্য করেন এ উপদেষ্টা।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণঅধিকার পরিষদ নামে অন্য দলকে নিবন্ধন না দিতে নুরের আর্জি 
ব্র্যাক এনজিওতে চাকরি, সপ্তাহে ২দিন ছুটি
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগে নতুন ডিজি 
ইসকন নিষিদ্ধের ব্যাপারে যা বললেন রিজওয়ানা হাসান