• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

২৫ মাদরাসায় পাসের হার শূন্য

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৮

দেশের ২৫ মাদরাসায় একজনও পাস করেনি। এ সংখ্যা গতবারের চাইতে পাঁচটি বেড়েছে। এছাড়া শতভাগ পাস করা মাদরাসার সংখ্যা এবার প্রায় অর্ধেকে নেমে এসেছে।

এ বছরে শতভাগ পাসের সংখ্যা ১ হাজার ৭২০টি। যা গত বছর ছিল ৩ হাজার ২০০টি। কমেছে প্রায় দেড় হাজার।

গতকাল শনিবার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলে এমন পরিসংখ্যান দেখা গেছে।

এবার জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ, যা গত বছর ছিল ৯৪ দশমিক ০২ শতাংশ।

ফল প্রকাশের পর দেখা যায়, মাদরাসা শিক্ষা বোর্ডে মোট ৩ লাখ ৭৮ হাজার ৫৭৯ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ১১ হাজার ২৪৭ জন। গত বছর পাসের সংখ্যা ছিল ৩ লাখ ৩২ হাজার ৪৭৯ জন। ছেলেদের পাসের হার ৮৬ দশমিক ০৩ শতাংশ এবং মেয়েদের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

এবার জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৩১ জন, যা গত বছর ছিল ১২ হাজার ৫২৯ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ৩ হাজার ১২৭ ও মেয়ে ৪ হাজার ১০৪ জন রয়েছে।

পরীক্ষার ফলাফল সংক্রান্ত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, একজনও পাস না করার কারণ খতিয়ে দেখা হবে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হতে পারে।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলার চাঁদা নিয়ে বিরোধ, মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংক থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
মাদরাসা বোর্ডের নতুন চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলমগীর
X
Fresh