• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শীর্ষে গোপালগঞ্জ, পিছিয়ে ঝালকাঠি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ ডিসেম্বর ২০১৭, ১৭:০৯

পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) পাসের হারে শীর্ষে রয়েছে গোপালগঞ্জ জেলা। অপরদিকে এই হার সবচেয়ে কম ঝালকাঠিতে।

শনিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এর আগে সকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করেন।

ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, প্রাথমিকে সর্বোচ্চ পাশের হারের দিক থেকে ৭ বিভাগের মধ্যে এবারও প্রথম স্থানে রয়েছে বরিশাল। এই বিভাগে পাসের হার ৯৬ দশমিক ২২ শতাংশ। ৬৪ জেলার মধ্যে এবার গোপালগঞ্জ জেলা শীর্ষে রয়েছে। এই জেলায় পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। ৫০৮ উপজেলায় মধ্যে তিনটি উপজেলায় শতভাগ পাস করেছে।

গত বছরের মত এবারও সর্বনিম্ন পাসের হার সিলেট বিভাগে। এই বিভাগে পাসের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ। ঝালকাঠি জেলায় পাসের হার সর্বনিম্ন ৮৭ দশমিক ৮৮ শতাংশ। যশোর জেলার কেশবপুর উপজেলায় পাসের হার সর্বনিম্ন ৭১ দশমিক ২০ শতাংশ।