• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানি, তদন্তের নির্দেশ হাইকার্টের

আরটিভি নিউজ

  ০৪ নভেম্বর ২০২৪, ১৩:৫৫
ফাইল ছবি

অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কৃষিজমিতে ব্যবহার করা কীটনাশক আমদানির বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে কৃষি, বাণিজ্য, পরিবেশ মন্ত্রণালয় ও এনবিআরকে এ বিষয়ে তদন্ত প্রতিবদেন দিতে বলা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেইন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে অনিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কৃষিতে কীটনাশক আমদানি বন্ধে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

এ প্রসঙ্গে রিটকারী আইনজীবী ব্যারিস্টার সালেকজুজ্জামান সাগর গণমাধ্যমকে বলেন, আগামী ৬০ দিনের মধ্যে কৃষি, বাণিজ্য, পরিবেশ মন্ত্রণালয় ও এনবিআর তদন্ত করে একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করবে। নিবন্ধিত কয়েকটি প্রতিষ্ঠান থেকে কীটনাশক আমদানি করার কথা থাকলেও অনেক অনিবন্ধিত প্রতিষ্ঠান কীটনাশক আমদানি করছে।

তিনি আরও বলেন, ২০২৫ সালের ৪ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

আরটিভি/আইএম/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠন 
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ
বিচারপতিদের নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি
প্রাথমিকে ২০৮ জনের পদ খালি রাখতে হাইকোর্টের নির্দেশ