• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

পিএসসিতে আরও ৫ সদস্য নিয়োগ

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১৯:৩০
ফাইল ছবি

সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও পাঁচ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সদস্যরা হলেন, ডা. মো. জামাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, মো. জহিরুল ইসলাম, ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও ড. এম সোহেল রহমান।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৩৯৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ৫ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-এর মধ্যে যা আগে ঘটে, সেকাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

এর আগে পিএসসির চেয়ারম্যান হিসেবে মোবাশ্বের মোনেমসহ আরও চার সদস্যকে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

আরটিভি/এসএপি/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ আহম্মদ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
৩২ বছর পর্যন্ত যতবার খুশি বিসিএস, পিএসসির প্রস্তাব