• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ 

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১৭:১৪
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভিসা ছাড়া অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে টনি ব্রুক ও তার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আসার পর এই প্রথম অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসেছেন।

এর আগে অস্ট্রেলিয়ান কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন কি না জানি না। তাদের সঙ্গে আমাদের রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি কথা হয়েছে।আমরা তাদের অনুরোধ করেছি কিছু রোহিঙ্গা নিয়ে যেতে। তারা ইতোমধ্যে বেশ কিছু রোহিঙ্গা নিয়েছে। তাদের আমরা আবারও অনুরোধ করেছি যেন তারা আরও কিছু নিয়ে যায়।

জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ থেকে ৯৭ জন অস্ট্রেলিয়া ঢোকার চেষ্টা করছে। যাদের ভিসা ছিলো না। তারা অস্ট্রেলিয়ার পাশে দ্বীপের মতো একটা জায়গায় রয়েছে। তাদের খাবারদাবারে কোনো অসুবিধা হয় না। তারা এ জনগণকে বাংলাদেশে আসতে অনুরোধ করেছে। আমরাও বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাদের দেশে নিয়ে আসবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ছাড়া আমাদের কোস্টগার্ডের সঙ্গে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান ছিল। দুই দেশের সঙ্গে যাতে আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক হয় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত সাগরের সিকিউরিটি ইস্যুতে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আরটিভি/এমএস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে ৭ দিনের আল্টিমেটাম
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সফরে যাবে টাইগ্রেসরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের শক্তিশালী একাদশ ঘোষণা পাকিস্তানের
শীর্ষস্থান হারালো ভারত, ফাইনালে উঠতে দিতে হবে কঠিন পরীক্ষা