• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

সংস্কার কমিশনকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৩:০২
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশন চাই‌লে টেকনিক্যাল সাপোর্ট (কারিগরি সহায়তা) দি‌তে প্রস্তুত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন।

বুধবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে সংস্কার কমিশনগুলোর প্রধানদের বৈঠক হয়।

বৈঠক শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে ব‌লেন, যদি কোনো কমিশনের টেকনিক্যাল সাপোর্ট লাগে, তারা তা দিতে রাজি আছে। এ ছাড়া লজিস্টিক সাপোর্ট দিতেও তারা আগ্রহী। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অন্তর্ভুক্তিমূলক সমাজের ওপর জোর দিয়েছেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক বলেন, সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে আলোচনায় বৈষম্যহীন সমাজের কথা উঠে এসেছে। ধর্ম-বর্ণ-লিঙ্গ-জাতিগতসহ অন্যান্য বৈচিত্র্য নির্বিশেষে সম-অধিকারভিত্তিক অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথে বহুমুখী ঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়ে আলোচনা হয়েছে।

ফলকার টুর্ক ঢাকা সফরের শেষ দিন সেনাপ্রধান, বাণিজ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দুই দিনের সফরে ঢাকায় আসেন।

আরটিভি/একে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ প্রশাসন সংস্কারের প্রস্তাবনা জমা দিলো বিএনপি
নোবিপ্রবি উপাচার্যের সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অনলাইন মিটিং অনুষ্ঠিত 
স্থানীয় সরকার সংস্কার কমিশনকে মতামত ও সুপারিশ জানাতে আহ্বান
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৬ ফিলিস্তিনি, আহত ৯৬