• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

কোনো দলকে নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়নি: উপদেষ্টা রিজওয়ানা

আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ১৯:৫৫
সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, উপদেষ্টা পরিষদে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়নি।

রোববার (২৭ অক্টোবর) সচিবালয়ে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’-এর বাস্তবায়ন সংক্রান্ত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করা হবে। ওই ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্রপতি থাকবেন, নাকি থাকবেন না। ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে যখন সিদ্ধান্ত হবে, তখন প্রক্রিয়াও গঠন করা হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করা হবে না, আবার দীর্ঘদিন ঝুলিয়েও রাখা হবে না। রাজনৈতিক দলের মধ্যে দ্রুত ঐকমত্য তৈরির চেষ্টা চলছে, তারপরই সব বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিবেশ উপদেষ্টা জানান, প্রয়োজন ছিল বলেই তখন এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ায় কোনো সমস্যা হয়নি। আর কেউ আলোচনারও সুযোগ পাননি যে কার কাছে শপথ নেওয়া হবে।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির ৭ আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি
নিজ উদ্যোগেই রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত: চরমোনাই পীর
বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: খোকন
বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: মির্জা ফখরুল