• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

গণঅভ্যুত্থানে নিহত পুলিশের সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে

আরটিভি নিউজ

  ২৫ অক্টোবর ২০২৪, ১৮:৫৪
ফাইল ছবি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে মিথ্যা এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে প্রেস উইংয়ের ফ্যাক্ট-চেকিং ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে।

‘পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসব অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে থাকে। যদি কেউ দাবি করেন, গণঅভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।’

বিবৃতিতে গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের একটি তালিকাও সরবরাহ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পুলিশ সদর দপ্তর এই তালিকা প্রকাশ করেছে বলে জানানো হয়েছে।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগ নেতার ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটজন গ্রেপ্তার
বাচ্চা ও নারীদের সঙ্গে যে অন্যায় চলেছে তার দায় পুলিশ-মন্ত্রীকে নিতে হবে’
গণমাধ্যমের ওপর আক্রমণ সহ্য করা হবে না: প্রেস সচিব
হত্যা মামলায় কৃষকলীগ নেতা আকরাম গ্রেপ্তার