• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিএনপিকর্মী হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রীর জামিন নামঞ্জুর

আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২৪, ১৬:৩৮
সাধন চন্দ্র মজুমদার
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গুলিতে মকবুল নামে দলের এক কর্মীকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সাধন চন্দ্রের জামিন নামঞ্জুর করেন।

গত ৩ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক এই খাদ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন ৪ অক্টোবর তেজগাঁও থানার হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর গত ১৭ অক্টোবর বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় সাধন চন্দ্রকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির একদফা দাবি আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে নেতাকর্মীরা যখন জড়ো হতে থাকেন তখন আসামিরা বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেন। একই বছরের ৭ ডিসেম্বর অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জন আসামি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। তারা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর চালান।

একপর্যায়ে বিএনপি কার্যালয়ে থাকা নেতাকর্মীদের লাঠিচার্জ ও গুলি করেন আসামিরা। এ সময় মকবুল নামে এক বিএনপিকর্মী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসযোগ্য-উপভোগ্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব: তারেক রহমান
বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘জিরো ফাইভ’ কর্মসূচি ঘোষণা
সংস্কার নিয়ে উপদেষ্টার বক্তব্য বিরাজনীতিকরণের প্রয়াস: রিজভী