logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬

‘ত্যাগী নেতা চিনলে দুঃসময় কেটে যাবে’

অনলাইন ডেস্ক
|  ০৪ অক্টোবর ২০১৬, ১৫:৫৩ | আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৭:৫৩
দলের দুঃসময়ে প্রকৃত নেতা চিনতে না পারলে বিএনপি এবং দলের প্রধান খালেদা জিয়ার জন্য দুঃখ আছে। প্রকৃত ত্যাগী নেতাদের চিনতে পারলে দলের দুঃসময় কেটে যাবে। বললেন, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

bestelectronics
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, ১৯৯১ সালে জিয়ার আর্দশ ও নেত্রীর আপসহীন মনোভাব ছাড়া আমাদের পুঁজি ছিলো না। ওই নির্বাচন বিএনপি চেয়ারপারসনের আপসহীন নেতৃত্বের ফল।

তিনি বলেন, এক এগারো সরকারের অসমাপ্ত কাজ বর্তমান সরকার বাস্তবায়ন করছে।

গয়েশ্বর বলেন, হান্নান শাহ সৎ, সাহসী ও সত্য কথা বলা নেতা ছিলেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই শুরু করছিলেন তা আমাদের চালিয়ে যেতে হবে।

জেএইচ

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়