• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাহস থাকলে দেশে আসুন, হাসিনাকে অ্যাটর্নি জেনারেল

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ১২:৪২
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম গত ১৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এবার বিষয়টি নিয়ে কথা বললেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

রোববার (২০ অক্টোবর) সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর এক ব্রিফিংয়ে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, সাহস থাকলে দেশে এসে মামলার মোকাবিলা করুন।

এ সময় ষোড়শ সংশোধনীর রায় নিয়ে অ্যার্টনি জেনারেল আরও বলেন, এই রায়ের পর বিচারপতিদের অপসারণের দরজা খুলল। রাজনীতি ও দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে এলো বিচার বিভাগ।

এর আগে, আজ সকালে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তি করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আরটিভি/আইএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনার পতন এখনও মানতে পারেনি ভারত: প্রিন্স
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাওয়ার আশা টবি ক্যাডম্যানের
গণহত্যার দায়ে আদালতই শেখ হাসিনাকে দেশে আনবে: আমান
শেখ হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব