• ঢাকা রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
logo

শারদীয় দুর্গোৎসব

হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় আজ

আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২৪, ০৮:২৫
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি


সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষে আজ বঙ্গভবনে দেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. জয়নাল আবেদীন বলেন, ‘রাষ্ট্রপতি তার স্ত্রী ডা. রেবেকা সুলতানাকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।’

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতারা।


এ ছাড়াও কূটনীতিক ও হিন্দু সম্প্রদায়ের সিনিয়র সাংবাদিকসহ প্রায় ১ হাজার ব্যক্তিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে, গত ৮ অক্টোবর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে: মাহমুদুর রহমান
রাষ্ট্রপতিকে সম্মানের সঙ্গে পদত্যাগ করতে বললেন চরমোনাই পীর
নিজ উদ্যোগেই রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত: চরমোনাই পীর
রাষ্ট্রপতির অপসারণই ভুল সংশোধনের উপায়: ফরহাদ মজহার