• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

বিচার প্রার্থীর সময় ও খরচ কমাতে চান প্রধান বিচারপতি

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫১
প্রধান বিচারপতি
সংগৃহীত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বরিশাল জেলা লিগ্যাল এইড বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে প্রি কেস মামলায় ১ কোটি ৬৮ লাখ ৩৪০ টাকা এবং পোস্ট কেইস মামলায় ২ লাখ ৬০ হাজার টাকা আদায় করে দিয়েছেন বিচার প্রার্থীদের। যা আশাব্যঞ্জক। বিচার প্রার্থীর সময় ও খরচ দুটিই যাতে কমে সেভাবে সাজাতে হবে বিচার বিভাগকে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে বরিশাল জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধান বিচারপতি বলেন, বার ও বেঞ্চ একত্রে বিচার বিভাগ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় এরা একে অন্যের পরিপূরক, প্রতিপক্ষ নয়। আইন পেশায় সফল হওয়ার জন্য কোনো সংক্ষিপ্ত পথ নেই। এই পেশায় সফল হতে প্রয়োজন একাগ্রতা, নিষ্ঠা, সততা, ধৈর্য ও পরিশ্রম। একজন আইনজীবীর পড়াশোনার কোনো শেষ নেই। আইনের সবশেষ সংশোধন সম্পর্কে নিজেকে আপডেট রাখার কোনো বিকল্প নেই।

এ সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, নতুন বাংলাদেশের পথে আমরা হাঁটছি শত বাধা সত্ত্বেও আস্থা ও নিষ্ঠার সঙ্গে বিচারকরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে চলছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম কবির বাদলসহ বিভিন্ন আদালতের বিচারক ও আইনজীবীরা।

আরটিভি/এএইচ/এআর

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইন কমিশনের চেয়ারম্যান হলেন সাবেক বিচারপতি জিনাত আরা
ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করতে প্রধান বিচারপতির আহ্বান
এখনও বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়েছেন: অ্যাটর্নি জেনারেল
বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে: প্রধান বিচারপতি