• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo

লন্ডন থেকে ফেরানো হচ্ছে হাইকমিশনার সাইদা মুনাকে

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭

লন্ডন থেকে ঢাকায় ফেরানো হচ্ছে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে।

রোববার (৩০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত অফিস আদেশে তাকে অবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয়েছে।

রেওয়াজ অনুযায়ী সাধারণ একজন কূটনীতিক কোনো মিশনে তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু বিগত আওয়ামী সরকারের অত্যন্ত আস্থাভাজন হওয়ায় সাইদা মুনা ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন। তার চাকরির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

বিএনপির প্রবাসী সমর্থকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন, সাইদা মুনা লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন।

লন্ডনে হাইকমিশনারের নিয়োগ পাওয়ার আগে সাইদা মুনা থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। কূটনীতিক হিসেবে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডন মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি অর্থবছরে ৪ শতাংশে নামবে বাংলাদেশের প্রবৃদ্ধি: বিশ্বব্যাংক
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১১ অক্টোবর)
মালয়েশিয়ায় বাংলাদেশিকে গলা কেটে হত্যা, আটক ৩
বাংলাদেশে এই প্রথম আনন্দের সঙ্গে দুর্গোৎসব পালিত হচ্ছে: গয়েশ্বর