• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

ইসির ৩৫ কর্মকর্তাকে বদলি-পদায়ন

আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭
ছবি: সংগৃহীত

সচিবালয়ের আওতাধীন ৩৫ মাঠ কর্মকর্তাদের বদলি ও পদায়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, ৩১ জন কর্মকর্তাকে পদায়ন করে বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এই কর্মকর্তারা এতদিন জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

দ্বিতীয় প্রজ্ঞাপনে চার কর্মকর্তাকে বদলির কথা বলা হয়। দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্বরত এসব কর্মকর্তাদের মধ্যে ৩ জনকে উপজেলা ও ১ জনকে থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

আরটিভি/আইএম/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুলিবিদ্ধ হয়ে আইসিইউতে অভিনেতা গোবিন্দ
সাবেক ইসি ও স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম গ্রেপ্তার
অনেকে পায়ের আঙুলের ছাপ দিয়ে দ্বৈত ভোটার হন: ইসি সচিব
বছরের শেষে ঢাকায় আসছেন আইসিসির প্রধান প্রসিকিউটর