• ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
logo

চাঁদা দাবির অভিযোগে আজিজ-বেনজীরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫০

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে শত কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধান এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন- আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ ও জোসেফ আহমেদ, র‌্যাব-৩ এর সাবেক অধিনায়ক শাফী উল্লাহ বুলবুল।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর অন্যান্য আসামিদের নির্দেশে শাফী উল্লাহ বুলবুল সেলিম প্রধানের গুলশানের বাসায় গিয়ে রেঞ্জ রোভার গাড়ি চাঁদা দাবি করেন। আবার ২৪ সেপ্টেম্বর আবারও তার বাসায় গিয়ে একশ কোটি টাকা চাঁদা দাবি করেন। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যাচ্ছিলেন। বিমানের ভেতর থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে র‌্যাব-১ অফিসে নিয়ে নির্যাতন করা হয়। রেঞ্জ রোভার গাড়ি ও ১০০ কোটি টাকা চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেন তারা। এ সময় তার সঙ্গে থাকা ১০ কোটি টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে নেন।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর-শাশুড়ি আটক
মাদরাসাছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
ঢালাও মামলায় সরকার বিব্রত: আইন উপদেষ্টা
লালমনিরহাটে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড