• ঢাকা রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
logo

সেতু বিভাগের সচিব মনজুর হোসেন ওএসডি

আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৫
ছবি: সংগৃহীত

সেতু বিভাগের সিনিয়র সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. আলমগীর কবির।

মনজুর হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২ সালের ৩ জানুয়ারি সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন।

অপরদিকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন অনুযায়ী ড. সামিনা আহমেদকে তিন বছর মেয়াদে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান পদে পদায়ন করা পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাগ্য খুলতে পারে ২৭তম বিসিএসে বাদ পড়া ১১৩৭ জনের
‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই সিভিল সার্জনকে ওএসডি 
৪৭তম বিসিএসের কোটা নিয়ে যা জানা গেল
বিসিএস পরীক্ষায় ৪ বার অংশ নেওয়া যাবে: জনপ্রশাসন মন্ত্রণালয়