• ঢাকা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
logo

দোকানি হত্যা

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৫ অক্টোবর

আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪
শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৫ অক্টোবর
ফাইল ছবি।

মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী আগামী ১৫ অক্টোবর নতুন দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

এর আগে, ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে গত ১৯ জুলাই বিকেলে পুলিশ গুলিতে আবু সায়েদের মৃত্যু হয়। এ ঘটনায় সচেতন নাগরিক হিসেবে গত ১৩ আগস্ট আমীর হামজা নামে এক ব্যক্তি ঢাকার আদালতে হত্যা মামলা দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। মোহাম্মদপুর থানা পরদিন মামলার মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করেন।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবলী-খোকনসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ হাসিনা, শমী কায়সার, মমতাজ ও তারানা হালিমের বিরুদ্ধে হত্যা মামলা
‘মানুষ যখন পশু হয়ে যায় তখন তার জীবন কেড়ে নেওয়াই শ্রেয়’
শাকিবের মামলা খারিজ, চলছে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি