গুম ব্যক্তিদের সন্ধান ও তথ্য জানতে কমিশন গঠন, গণবিজ্ঞপ্তি জারি
গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের তথ্য জানতে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা জজ ও কমিশনে সংযুক্ত কর্মকর্তা মো. বুলবুল হোসেনের সই করা এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বলা হয়, জোরপূর্বক গুমের ঘটনায় ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যেকোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত) লিখিত অভিযোগ জমা দিতে পারবেন।
তবে অভিযোগ জমা দিতে হটলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ জানিয়েছে কমিশন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের গুম সংক্রান্ত ঘটনার তথ্য সংগ্রহসহ নানাবিধ কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করে এই কমিশন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সহায়তা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবে।
কমিশন অফ ইনকোয়ারি কার্যালয়ের ঠিকানা হচ্ছে–
৯৬, গুলশান এভিনিউ, ঢাকা।
ইমেইল: decommission.bd@gmai.com
হটলাইন নম্বার : ০১৭০১ ৬৬২১২০ এবং ০২-৫৮৮১২১২১
মন্তব্য করুন