• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

নিয়োগের একদিন পরেই ডিসিকে প্রত্যাহার

আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩১
সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিয়োগ পাওয়ার একদিনের মধ্যে প্রত্যাহার করা হলো সিলেটের জেলা প্রশাসক এনামুল করিমকে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এনামুল করিমকে ডিসি নিয়োগের আদেশটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, তার বিরুদ্ধে ২০১৯ সালে ফেনীর কলেজছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে প্রচেষ্টা চালানোর অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তাকে প্রত্যাহার করে নেয়া হয়।

এনামুল করিমের নিয়োগ বাতিল প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে এনামুল করিমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ বা বদলি আদেশে তার জন্য প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো।

অপর আদেশে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদকে সিলেটের ডিসি নিয়োগ দেয়া হয়েছে।

আরটিভি/ এএ

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পু‌লিশ সদস্যের 
অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
শ্বেতপত্র প্রণয়ন কমিটির আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শাস্তি পাচ্ছেন যে ১৭ উপসচিব