খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১ মামলার শুনানি পেছানো হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস্ সামছ জগলুল হোসেন আগামী ৩১ অক্টোবর নতুন দিন ধার্য করেন।
এদিন অসুস্থতাজনিত কারণে খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে পারেননি। পরে তার আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
১১টি মামলার মধ্যে নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে। খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।
এর আগে, গত ৮ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ আট আসামির বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাসহ সব সাক্ষীকে আগামী ১২ সেপ্টেম্বর আদালতে হাজির করতে দুদককে নির্দেশ দিয়েছেন আদালত।
এদিন আদালতে কোনো সাক্ষী সাক্ষ্য দিতে না আসায় দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর ফাতেমা খানম মিলা সময়ের আবেদন করেন। অন্যদিকে মৌখিকভাবে সাক্ষী ক্লোজ করার আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
শুনানিতে আইনজীবীরা বলেন, দুদক গত তিনটি ধার্য তারিখে সাক্ষী হাজির করেনি। এভাবে তারা আসামিদের হয়রানি করছেন। তাই মামলায় সাক্ষী ক্লোজ করে আসামিদের খালাস দেওয়া হোক। শুনানি শেষে বিচারক আগামী ১২ সেপ্টেম্বর সব সাক্ষীকে তলব করেছেন।
আরটিভি/আরএ
মন্তব্য করুন