• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার জানাবেন সিইসি, ডেকেছেন সংবাদ সম্মেলন

আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০০
পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার জানাবেন সিইসি, ডেকেছেন সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে বিদ্যমান পরিস্থিতিতে পদত্যাগ করবেন কি না; করলেও কবে করবেন এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এজন্য এদিন সংবাদ সম্মেলনও ডেকেছেন তিনি।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি।

সাংবাদিকরা সিইসি কাজী হাবিবুল আউয়ালকে প্রশ্ন করেন, পদত্যাগ কবে করবেন?

এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, কাল জানাবো। কাল বিস্তারিত বলবো। বৃহস্পতিবার ১২টার সময় সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে।

রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন- এমন প্রশ্নে তিনি বলেন, কাল (বৃহস্পতিবার) রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবো।


মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্রব্যমূল্য খুব সহসা নিয়ন্ত্রণে আসবে বলে সরকার আশাবাদী
এবি পার্টির আহ্বায়ক সোলায়মানের পদত্যাগ
পিএসসি চেয়ারম্যানসহ ১২ সদস্যের পদত্যাগ
চুক্তিভিত্তিক ১৫ বছর কাজের পর পদত্যাগ করলেন সচিব খুরশেদ আলম