• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

সার্ক-বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-নেপাল

আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১১
সার্ক-বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-নেপাল
ফাইল ছবি

সার্ক ও বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করা গুরত্বপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ ও নেপাল।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উভয়পক্ষই এ বিষয়ে একমত পোষণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নেপালি রাষ্ট্রদূত নতুন নিয়োগের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রতি নেপালের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন বার্তা এবং এবং শুভ কামনা জানিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টাও এ সময় বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

উভয়পক্ষই বাণিজ্য, সংযোগ, জ্বালানি ও শিক্ষাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছে।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের স্মরণীয় অর্জন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৪ সেপ্টেম্বর)
বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত চীনের
সৌদিতে বাংলাদেশিদের জন্য চালু হলো ই-পাসপোর্ট