• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

দুর্যোগ ঠেকাতে একসঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ অক্টোবর ২০১৬, ১৫:২৯

প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক প্রশিক্ষণ ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ (ডিআরইই)’ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। গেল ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আসছে ৬ অক্টোবর পর্যন্ত ।

মার্কিন দূতাবাস জানান, ২০১০ থেকে বার্ষিক দ্বি-পাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এর মূল লক্ষ্য ছিল বাংলাদেশে ভূমিকম্প কতোটা সুষ্ঠুভাবে মোকাবিলা করা যায়।

এ বছরের প্রশিক্ষণে দু-পক্ষের সেনাবাহিনীসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারাও যোগ দিচ্ছেন। দু’পর্যায়ের এ প্রশিক্ষণে ৯৩০ জন অংশগ্রহণ করছেন।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর কমান্ডিং জেনারেল রবার্ট বি ব্রাউন বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ দুর্যোগ প্রতিক্রিয়া অনুশীলন ও বিনিময় (ডিআরইই) প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা এবং মানুষের জীবন বাঁচানোর জন্য সক্ষমতা বাড়ানোর উপায়।

এফএস/ এপি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh