• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

অঙ্গীকার করায় ব্যারিস্টার আশরাফের মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯
ব্যারিস্টার আশরাফে
ফাইল ছবি।

লিখিত অঙ্গীকার করায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম আশরাফের মামলায় পরিচালনায় নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (২ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় দেশি-আন্তর্জাতিক মিডিয়ায় বিচারাধীন বিষয় সংশ্লিষ্ট বিচারপতি ও আইনজীবীদের নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে বিরূপ কোনো লেখা প্রচার ও প্রকাশ করবেন না আদালতে লিখিত অঙ্গীকার করেন ব্যারিস্টার আশরাফুল। এমন মুচলেকা দেওয়ায় আপিল বিভাগ আশরাফের মামলায় পরিচালনায় নিষেধাজ্ঞা তুলে নেন।

এর আগে, ফেসবুক লাইভে এসে হাইকোর্টের একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন আশরাফুল ইসলাম। এ ঘটনায় তাকে তলব করেন আপিল বিভাগ। বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ২৯ আগস্ট তাকে সশরীরে উপস্থিত হতে বলা হয়।

একইসঙ্গে আশরাফুল ইসলামকে ২৯ আগস্ট পর্যন্ত সব কোর্টে মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা দেন আপিল বিভাগ। ফেসবুক থেকে তার ভিডিও সরাতে বিটিআরসিকে নির্দেশও দেন আদালত।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্তমান শিক্ষাব্যবস্থায় ইসলামের কিছুই নেই 
আসামির আইনজীবী না থাকলে সহায়তা দেবে লিগ্যাল এইড
আসামিরা বিদেশি আইনজীবী আনতে পারবেন: তাজুল ইসলাম
নিম্ন আদালতের ১৬৮ বিচারককে একযোগে বদলি