• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি

আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৫
পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি
ফাইল ছবি

বিগত সরকারের আমলে পুঁজিবাজারের সব অনিয়ম, দুর্নীতি ও কারসাজি তদন্ত করতে কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুঁজিবাজারের স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে এই তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯-এর সেকশন ২১ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৭(ক)-এ দেওয়া ক্ষমতাবলে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করেছে বিএসইসি।

পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে যুক্তরাষ্ট্রের টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কনসালটেন্ট জিয়া ইউ আহমেদকে। তদন্ত কমিটিকে ৬০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে কমিশনে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তে উপদেষ্টা কমিটি
এনবিআর সংস্কারে পাঁচ সদস্যের পরামর্শক কমিটি গঠন
‘কমিটিতে যোগ্য লোকের পাশাপাশি কিছু বিস্ময়কর নামও আছে’
১৪ বছরে সড়ক উন্নয়ন প্রকল্পে ৫১ হাজার কোটি টাকা দুর্নীতি: টিআইবি