• ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
logo

জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশ সংস্কার: রিজওয়ানা হাসান

আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০২
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার আনা হবে।

রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।

পুলিশ সংস্কারের ব্যাপারে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পুলিশ কমিশন গঠন করা হবে। জাতিসংঘের প্রতিনিধি দল সংস্কারের যে সুপারিশ দেবে সেটাও বিবেচনা করা হবে। গত ৫৩ বছরে পুলিশ জনগণের পুলিশ হয়ে উঠতে পারেনি। যখন যে দল ক্ষমতায় এসেছে তারা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সংস্কারের মধ্য দিয়ে সত্যিকার ‌‘বাংলাদেশ পুলিশ’ গড়তে চাই।

তিনি বলেন, পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের একটা বিশাল তাড়া আছে। তারা বুঝতে পারছে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করতে অনেক কাজ করতে হবে।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১১ সেপ্টেম্বর)
ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেপ্তার ৫
ভারত হয়ে বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু
সেই পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা