• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo

ছাত্র আন্দোলন

সিএমএইচগুলোতে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬১৯ জন

আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২৪, ২৩:৪০
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের ১০টি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সর্বমোট ৮২৯ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্য থেকে শনিবার পর্যন্ত ৬১০ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

শনিবার (৩১ আগস্ট) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ আগস্ট থেকে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে।

আইএসপিআর জানায়, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে সর্বমোট ৮২৯ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ২১৯ জন আহত ছাত্র সিএমএইচসমূহে চিকিৎসাধীন আছেন। বাকিরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদাতৎপর রয়েছে বলে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী
আজ থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা
রেড ক্রিসেন্টের উদ্যোগে ৩৫০ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ 
আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষ চিকিৎসা শুরু শনিবার