• ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
logo

আদালতে আসামিদের পক্ষে আইনজীবী না থাকলে নিয়োগ হবেন যারা

আরটিভি নিউজ

  ২৫ আগস্ট ২০২৪, ১৮:২৯
ফাইল ছবি

জনরোষে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার মন্ত্রিসভার সদস্য এবং যেসব সংসদ সদস্যকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বিচারিক আদালতে তাদের উপস্থাপনের পর সেখানে তাদের পক্ষে ছিলেন না কোনো আইনজীবী।

রোববার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তিতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকলে সেক্ষেত্রে লিগ্যাল এইডের প্যানেল থেকে আইনজীবী নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আদালতে উপস্থিত আসামীদের আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক। আদালতে উপস্থিত আসামীদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন সে কারণে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসামীদের পক্ষে নিযুক্ত আইনজীবীরা যাতে নির্বিঘ্নে ও বাধাহীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে সকলকে সহযোগীতা করার নির্দেশও দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হারিছ চৌধুরীর মৃত্যু রহস্যের জট খুলল
প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় যুবকের কারাদণ্ড
নতুন মামলায় গ্রেপ্তার শাজাহান খান-মেননসহ ৭ জন
অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাৎ করেননি খালেদা জিয়া: দুদক আইনজীবী