• ঢাকা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
logo

বন্যাকবলিত ফেনী

হেলিকপ্টারে ৫ জনকে উদ্ধার করল বিমান বাহিনী

আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২৪, ২২:১৪

বন্যাকবলিত ফেনী জেলার পশুরামপুর মডেল স্কুল মাঠ থেকে হেলিকপ্টারের মাধ্যমে পাঁচজনকে উদ্ধার করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

শনিবার (২৪ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

উদ্ধারকৃতরা হলেন তারিকুল ইসলাম, অজিত কর্মকার, অভিজিত কর্মকার, শারমিন এবং সাইদুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধার অভিযানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হয় এবং উদ্ধারকৃতদের ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী ঘাঁটি বাশারের এয়ার মুভমেন্টে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। জাতীয় দুর্যোগ মোকাবিলায় বিমানবাহিনী সবসময় প্রস্তুত এবং মানুষের জীবনের সুরক্ষায় নিজেদের নিঃস্বার্থভাবে উৎসর্গ করতে সক্ষম।

আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনীর এই সাহসী ও মানবিক উদ্যোগ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হচ্ছে। দেশের প্রতিটি সংকটে তারা যেভাবে জনগণের পাশে দাঁড়ায়, তা সত্যিই উল্লেখযোগ্য।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাম্প্রতিক বন্যায় ময়মনসিংহসহ ৩ জেলায় ১০ জনের মৃত্যু
সবকিছুই এখন আপনাদের ওপর নির্ভর করছে: তাসরিফ খান
বন্যাকবলিত মানুষের পাশে সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন’
জামাই আনতে হেলিকপ্টার পাঠালেন কৃষক শ্বশুর