• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতেও বাংলাদেশের চ্যানেল প্রচারের তাগিদ দিলেন ডেপুটি স্পিকার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৭, ২১:০৫

বাংলাদেশের মানুষ যেমন ভারতীয় টিভি চ্যানেল দেখতে পায় তেমনি ভারতের জনগণ যেন বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে প্রচারিত অনুষ্ঠান এবং সংসদ কার্যক্রম দেখতে পায়- সে ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

এমনটাই বললেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

ভারতের সরকারি টেলিভিশন সংস্থা ‘দূরদর্শন’র বার্তা সম্পাদক ড. ওম প্রকাশ যাদভ বৃহস্পতিবার সংসদ ডেপুটি স্পিকারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি এই তাগিদ দেন।

সাক্ষাৎকালে তারা সার্কভুক্ত বিভিন্ন দেশের টিভি চ্যানেলে সংসদীয় কার্যক্রম প্রচারের বিভিন্ন দিক সম্পর্কে মতবিনিময় করেন।

ডেপুটি স্পিকার বলেন, তিনি সময় পেলে ভারতীয় লোকসভার কার্যক্রম সরাসরি টিভি চ্যানেলে প্রত্যক্ষ করেন।

তিনি মনে করেন, সংসদীয় কার্যক্রম সরাসরি টিভি চ্যানেলে প্রচারিত হলে তা বিভিন্ন দেশের গণতন্ত্রের ভাবমূর্তিকে উজ্জ্বল করে এবং এর মাধ্যমে বিভিন্ন দেশের পার্লামেন্ট মেম্বারদের সংসদ কার্যক্রম সম্পর্কে ধারণা সমৃদ্ধ হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের জন্য বাংলাদেশের মানুষ ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ।

এসজে/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh