• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসরুর রিয়াজ

আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২৪, ১৭:১৪
মাসরুর রিয়াজ
ছবি: সংগৃহীত

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন ড. এম মাসরুর রিয়াজ।

মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন ১৯৯৩ এর ধারা-৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করতে, এই আইনের ধারা ৫(২) অনুসারে তাকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তার পদত্যাগের পর ১১ আগস্ট মোহাম্মদ মোহসীন চৌধুরীকে নিয়ন্ত্রক সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এর দুদিন পর এখন নিয়ন্ত্রক সংস্থাটির নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নিতে ব্যবসায়ীকে জেলে পাঠান সালমান এফ রহমান
শিবলী রুবাইয়াতসহ ১১ ব্যক্তির বিও অ্যাকাউন্ট জব্দ
বিএসইসির চেয়ারম্যান হলেন রাশেদ মাকসুদ
বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন না রিয়াজ