• ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১
logo

ডিবির ‌টর্চার সেল থেকে যা পেল সেনাবাহিনী

আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২৪, ০৮:৩৬
সংগৃহীত ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অনেকে আটকে রয়েছে এমন খবরে, সেখানে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

বুধবার (৭ আগস্ট) সেনাবাহিনীর সহায়তায় সেখানে প্রবেশ করে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।

জানা গেছে, ডিবি কার্যালয়ের নিচ তলায় দেখা যায় কয়েকটি কক্ষ। যেখানে মানুষজন ধরে এনে আটকে রাখা হতো। ওই স্থানে গিয়ে ঘোষণা দেওয়া হয়, কেউ যদি আটকে থাকেন তবে সাড়া দেন, সেনাবাহিনী আপনাদের উদ্ধার করতে এসেছে। তবে সেখানে কেউ সাড়া দেয়নি। অর্থাৎ সবগুলো কক্ষ ছিল ফাঁকা। পরে ডিবি অফিসের একটি কক্ষের আলমারি খুলে পাওয়া যায় নগদ ১৩ লাখ টাকা। স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বান্ডেলে ৮ লাখ, একটি বান্ডিলে ৩ লাখ ও আরেকটি বান্ডিলে ২ লাখ টাকা পাওয়া যায়।

ডিবির মতিঝিল বিভাগের এসআই সুজা নামের একজন আলমারির ড্রয়ার খুলে টাকাগুলো নিজের বলে দাবি করেন। তিনি বলেন, ‘এই টাকা তার। তিনি ব্যাংক থেকে উঠিয়ে রেখেছিলেন। বাড়ি যাবেন বলে তিনি টাকাগুলো নিতে বুধবার (৭ আগস্ট) ডিবি কার্যালয়ে যান। পরবর্তীতে টাকাগুলো নিয়ে তিনি বের হতে পারেননি।’

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাজে ফিরেছেন সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা
বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখতে ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ
সিকৃবির হলে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
নোয়াখালীতে বন্যার্তদের পাশে সেনাবাহিনী