• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

বাহরাইন চলে গেছেন জেনারেল আজিজের স্ত্রী-সন্তান

আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২৪, ১৮:২০
সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ
সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে চলে গেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের স্ত্রী-সন্তান।

বুধবার (৭ আগস্ট) সকাল ছয়টার পর উড়োজাহাজে ঢাকা থেকে বাহরাইনের উদ্দেশ্যে রওনা হন।

দেশের একটি গণমাধ্যকে খবরটি নিশ্চিত করেন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা।

তিনি বলেন, গালফ এয়ারের জিএফ-২৫১ উড়োজাহাজটি ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল। কিন্তু উড়োজাহাজটি সকাল ছয়টায় বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। ওই ফ্লাইটে সাবেক এই সেনাপ্রধানের স্ত্রী ও ছেলে থাকলেও ছিলেন না তিনি।

জানা গেছে, জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন তিনি। শুধু তাই নয়, তার ভাই হারিস ও জোসেফের নাম বদলে পাসপোর্ট করার বিষয়ে সাবেক এই সেনাপ্রধানের সহযোগিতা ছিল বলেও অভিযোগ আছে। এ ছাড়া আজিজের কারণেই নাকি জোসেফের সাজা মওকুফ করা হয়েছে বলে আলোচনা-সমালোচনা রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৩ জুন অবসরে যান জেনারেল আজিজ আহমেদ। অবসরে যাওয়ার প্রায় তিন বছর পর দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক নয়: ফখরুল
কেন্দুয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে চট্টগ্রামে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী
সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা